পাওনা টাকা না দেয়ায় বৃদ্ধকে শ্বাসরোধে হত্যা

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, জুলাই ২, ২০২১

নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় পাওনা টাকা না দেয়ায় জয়নাল আবেদিন (৬০) নামের এক বৃদ্ধকে বালিশ চাপা দিয়ে শাস্বারোধে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবক রুবেলের (২৫) বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত রুবেল।

শুক্রবার ভোররাতে আশুলিয়ার ভাদাইল এলাকার আব্দুল লতিফ ভান্ডারির ভাড়া বাড়ি থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার দুপুরের পর কোন এক সময় এ হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের ছেলে আবু তালেব বাদী হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নিহত জয়নাল আবেদিন রংপুর জেলার পীরগাছা উপজেলার ষাটভিটা এলাকার মৃত বাউরা মোনসেরের ছেলে। তিনি পরিবার নিয়ে আশুলিয়ার ভাদাইল এলাকার আব্দুল লতিফ ভান্ডারির বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।

নিহতের ছেলে সাইফুদ্দিন জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরের খাবার খেয়ে তার বাবা রিক্সা নিয়ে বের হয়। রাত অনেক হলেও বাসায় না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজা করেও তাকে পাওয়া যায়নি। পরে পাশের বাসার রুবেলের কক্ষটি তালাবদ্ধ অবস্থায় দেখে সন্দেহ হয়। এ ঘটনায় ওই বাসার ম্যানেজারের মাধ্যমে রুবেলের সাথে মোঠোফোনে যোগাযোগ করা হলে রুবেল জানায় বাবা তার ঘরে ঘুমাচ্ছে। কিন্তু দরজা তালাবদ্ধ থাকায় ঘরের জানালা দিয়ে দেখতে পাই খাটের নীচে বাবার লাশটি পড়ে আছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাচিব সিকদার বলেন, থানা থেকে সংবাদে পেয়ে ভোররাতে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করি। পরে দুপুরে নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে লিখিত অভিযোগের তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিলন ফকির বলেন, নিহত জয়নাল আবেদীন পলাতক রুবেলের কাছ থেকে ২০ হাজার টাকা ধারে নিয়েছিল। এই টাকা ফেরত চাইলে টালবাহানা শুরু করে জয়নাল। এছাড়া টাকার জন্য বেশিা চাপ দিলে গাঁজা বিক্রির কথা ফাঁস করে দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিত জয়নাল। মূলত তারা দুজনই গাঁজা সেবনের পাশাপাশি বিক্রি করত।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাওনা টাকা না পেয়ে ক্ষুদ্ধ রুবেল ওই বৃদ্ধকে বালিশ চাপা দিয়ে শাস্বারোধে হত্যা করে। পরে সুযোগ বুঝে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরসহ এবং পলাতক রুবেলকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।