ময়মনসিংহে ভ্রাম্যমান আদালতে ১৩ দালালকে এক মাস করে কারাদন্ড

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, জুন ১৮, ২০২১

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৩ জন দালালকে ০১ (এক) মাস করে কারাদন্ড দিয়েছে র‌্যাব-১৪।

ময়মনসিংহ র‌্যাব-১৪ এর সহকারী পরিচালক লিগ্যাল এন্ড মিডিয়া অফিসার এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হান্নানুল ইসলাম প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১৭/০৬/২০২১ ইং তারিখ অনুমান ১৩.০০ ঘটিকায় র‌্যাব-১৪ ময়মনসিংহের একটি বিশেষ আভিযানিক দল মেজর রাইয়ান আজাদ,অতিরিক্ত পুলিশ সুপার হান্নানুল ইসলাম এবং সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে মোঃ মাঈদুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট,জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ-এর উপস্থিতিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হাসপাতালে আগত রোগীদের মিথ্যা আশ্বাস ও প্রলোভন দেখিয়ে প্রতারণার অপরাধে ১৮৬০ সালের পেনাল কোডের ১৮৬ ধারা মোতাবেক আসামী ১। মোঃ এনায়েত কবির (৪২), পিতা-মৃত আব্দুল মান্নান, ২। মোঃ মনোয়ার হোসেন (৪২), পিতা-মৃত আলতাব আলী হোসেন, ৩। মোঃ ফিরোজ মিয়া (৫০), পিতা-মৃত রুস্তম আলী, ৪। মোঃ রতন মিয়া (৪৫), পিতা-মৃত আঃ রউফ, ৫। মোঃ মনির হোসেন (৩৭), পিতা-মৃত আব্দুল গফুর, ৬। মোঃ আলাল উদ্দিন (৬০), পিতা-মৃত আব্দুর রহিম, ৭। মোঃ নজরুল ইসলাম (৪০), পিতা-মৃত আলতাব হোসেন ৮। মোঃ আলাউদ্দিন (৫৫), পিতা-মৃত কেতন আলী, ৯। মাসুদুল করিম (৩৮), পিতা-মৃত আব্বাস আলী মন্ডল, ১০। মোঃ টুটুল আহেমেদ শরীফ (৩৭), পিতা-মৃত মকবুল হোসেন বাবুল, ১১। মোঃ সোহেল মিয়া (৩১), পিতা-মোঃ সুরুজ আলী, ১২। মোঃ আলমগীর হোসেন (৪২), পিতা-মোঃ আমির উদ্দিন, ১৩। মোঃ আসাদুল ইসলাম @ মিশু (২৭), পিতা-মোঃ মোতালেব হোসেনদের প্রত্যেককে ০১ (এক) মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

আসামীরা দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের ভোগান্তি ও হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে বিঘœ সৃষ্টি করে আসছে। এছাড়াও তারা বিভিন্ন প্রলোভন ও মিথ্যা আশ্বাস দিয়ে রোগীদের জিম্মি করে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করত বলে জানা যায়। উক্ত গ্রেফতারকৃতআসামীদের ময়মনসিংহ জেলাকারাগারে প্রেরণেরকার্যক্রম প্রক্রিয়াধীন।