চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদকসহ আটক-১০

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাংগাঠনিক সম্পাদক সহ ১০ ছাত্রশিবিরের নেতাকর্মী কে আটক করেছে সদর থানা পুলিশ।
এ সময় ঘটনাস্থল থেকে ৫শ গ্রাম গানপাউডার ,৮টি ককটেল, ৫টি হাসুয়া ও ৫টি জিহাদী বই জব্দ করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শংকরবাটি হেফজুল উলুম মাদ্রাসার ছাত্রবাসের দোতলার একটি ঘর থেকে বৃহষ্পতিবার বিকালে অভিযান চালিয়ে শিবিরের এসব নেতাকর্মীকে বিস্ফোরক ও দেশিয় অস্ত্রগুলো সহ আটক করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, বৃহষ্পতিবার বিকেলে গোপন সংবাদে ভিত্তিতে পুলিশের একটি দল জানতে পারে যে একটি মাদ্রাসায় শিবিরের কিছু নেতাকর্মী গোপন বৈঠক করছে।খবর পেয়ে শংকরবাটি হেফজুল উলুম মাদ্রাসার ছাত্রবাসের দোতলার একটি ভবনে অভিযান চালিয়ে জেলা ছাত্রশিবিরের সাংগাঠনিক সম্পাদক আব্দুল্লাহ হিল কাফি সহ শিবিরের ১০ নেতা কর্মী কে আটক করা হয়।

এ সময় সেখান থেকে নাশকতার জন্য মজুদ রাখা ৫শ গ্রাম গানপাউডার ,৮টি ককটেল, ৫টি হাসুয়া ও ৫টি জিহাদী বই জব্দ করে পুলিশ।

তিনি আরও জানান, আটককৃতদের থানায় এনে জিঞ্সাবাদ চলছে এবং এ ব্যাপারে সদও থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে,আটককৃতরা সরকারবিরোধী আন্দোলন ও নাশকতার ছক করার জন্য গোপন বৈঠকে মিলিত হয়েছে।