শিমুলিয়ায় উভয়মুখী যাত্রীদের ভিড়

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, মে ১৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক : বাংলাবাজার ও শিমুলিয়া উভয় ঘাটে ঘর ও কর্মস্থলমুখী যাত্রীদের ভিড় রয়েছে। রোববার সকালে ভিড় কম থাকলেও বেলা ১১টা থেকে ভিড় বাড়তে শুরু করেছে নৌরুটে।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়, সকালে যাত্রীদের চাপ কম থাকলেও বেলা ১১টা থেকে চাপ বাড়তে শুরু করে ঘাটে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার যাত্রী বিভিন্ন পরিবহনে করে ঘাটে আসছেন। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় শুধুমাত্র ফেরিতে পার হতে হচ্ছে যাত্রীদের। তবে ফেরির সংখ্যা বেশি থাকায় কিছুটা দুর্ভোগ কম রয়েছে ঘাটে। পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যাও কম রয়েছে। নৌরুটে রো রো, ডাম্প, মাঝারিসহ ১৮টি ফেরি চলাচল করছে। দিনরাত ২৪ ঘণ্টা ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকাগামী যাত্রী মো. ফারুক হোসেন বলেন, ঈদের ছুটি শেষ। এবার কাজে ফিরতে হবে। তাই ঢাকা যাচ্ছি। ঘাটে চাপ থাকলেও বাড়ি ফেরার সময় যে ভোগান্তি হয়েছে, এবার তা কিছুটা কম।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ বলেন, ঢাকাগামী যাত্রীদের যেমন চাপ রয়েছে তেমনি ঘরে ফেরা মানুষের চাপও রয়েছে। সবগুলো ফেরি চলাচল করছে নৌরুটে।