সিরাজগঞ্জে ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১ নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। উপজেলার পৌর সদরের হাইলাগাটি সেতু এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-শাহজাদপুর উপজেলার পৌর সদরের দারিয়াপুর-শক্তিপুর মহল্লার আমজাদ হোসেনের ছেলে অটোচালক আশিক (২৫), আজগার আলীর ছেলে সাকিব (২২) ও আজাদের ছেলে রাশেদুল ইসলাম (৩০)। শাহজাদপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, অটোচালক দিলরুবা বাসস্ট্যান্ড এলাকার আব্দুল হামিদ সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে বিসিক বাসস্ট্যান্ড এলাকার দিকে যাচ্ছিলেন। অন্যদিকে একটি ট্রাক বিসিক বাসস্ট্যান্ডের দিকে থেকে বাঘাবাড়ির দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই অটোচালকসহ তিনজন নিহত হন। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ, শাহজাদপুর থানা পুলিশ ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রাতেই উদ্ধার অভিযান শুরু করা হয়। নিহতদের একজন অটোচালক, অন্য দুজন যাত্রী। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। Share this:FacebookX Related posts: সিরাজগঞ্জে নাশকতা মামলায় বিএনপি নেতা গ্রেফতার সিরাজগঞ্জে আগুনে একই পরিবারের নারী-শিশুসহ দগ্ধ-৭ সিরাজগঞ্জে গাছচাপা পড়ে ব্যাংক কর্মকর্তা নিহত সিরাজগঞ্জে দু’টি ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত সিরাজগঞ্জে যমুনার পানি ফের বাড়ছে নিম্নাঞ্চল প্লাবিত সিরাজগঞ্জে নিখোঁজ নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার সিরাজগঞ্জে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৩১৯ জনের বিরুদ্ধে মামলা সিরাজগঞ্জে যমুনার পানি ফের বিপদসীমার ওপরে সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার ৭৭ সেন্টিমিটার ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে দিনমজুরের হাটে পিকআপ, নিহত ৩ সিরাজগঞ্জে নদীতীর সংরক্ষন রক্ষা বাঁধে ৫০মিটার ধস সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ SHARES Matched Content দেশের খবর বিষয়: ট্রাক-অটোনিহত-৩মুখোমুখি সংঘর্ষেসিরাজগঞ্জে