সিরাজগঞ্জে গাছচাপা পড়ে ব্যাংক কর্মকর্তা নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জুন ৬, ২০২০ অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের কামারখন্দে ঝড়ে গাছচাপায় সিএনজি অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যাত্রী শরিফুল ইসলাম খান (৩২) উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের দুর্গাপুর তেতুঁলিয়া গ্রামের সাইদুর রহমান খানের ছেলে। তিনি কামারখন্দের চৌবাড়ি গ্রামীণ ব্যাংক শাখার প্রকল্প কর্মকর্তা (পিও) হিসেবে কর্মরত ছিলেন। এ সময় দুইজন আহত হন আহতরা হলেন, কামারখন্দ উপজেলার চৌবাড়ী গ্রামের মৃত এনতাজ মোল্লার ছেলে অটোরিক্সার চালক হবি মন্ডল (৪০) ও বেলকুচি উপজেলার দেলুয়াকান্দি গ্রামের সুলতান সরকারের ছেলে আশরাফুল সরকার (৩০)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, শরিফুল শুক্রবার সন্ধ্যায় কামারখন্দের জামতৈল বাজার থেকে সিএনজি অটোরিক্সায় চৌবাড়ি কর্মস্থলে যাচ্ছিলেন। জামতৈল কৃষি কারিগরি কলেজের সামনে এলে অটোরিক্সাটি ঝড়ের কবলে পড়ে। ঝড়ে রাস্তার পাশের একটি বাবলা গাছ উপড়ে অটোরিক্সাটির ওপর পড়লে গাছ চাপায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামীমুল ইসলাম জানিয়েছেন, ৩ জনকে হাসপাতালের আনার পর ১ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অন্য ২ জন মাথায় ও শরীরে আঘাত পেয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। Share this:FacebookX Related posts: সিরাজগঞ্জে নাশকতা মামলায় বিএনপি নেতা গ্রেফতার সিরাজগঞ্জে আগুনে একই পরিবারের নারী-শিশুসহ দগ্ধ-৭ সিরাজগঞ্জে দু’টি ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত সিরাজগঞ্জে নিখোঁজ নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার সিরাজগঞ্জে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৩১৯ জনের বিরুদ্ধে মামলা সিরাজগঞ্জে যমুনার পানি ফের বিপদসীমার ওপরে সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার ৭৭ সেন্টিমিটার ওপরে সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত, বন্যা পরিস্থিতির আরো অবনতি সিরাজগঞ্জে নদীতীর সংরক্ষন রক্ষা বাঁধে ৫০মিটার ধস সিরাজগঞ্জে একদিনে ৪ বাল্যবিয়ে বন্ধ সিরাজগঞ্জে বজ্রপাতে নিহত ১ সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ SHARES Matched Content দেশের খবর বিষয়: গাছচাপা পড়েব্যাংক কর্মকর্তা নিহতসিরাজগঞ্জে