সিরাজগঞ্জে নিখোঁজ নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের কাজিপুরে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার সাত ঘণ্টা পর নির্মাণ শ্রমিক কাওসার রহমানের (২০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার (২৯ জুন) রাত প্রায় ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে দুপুরে ওই উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ছালাভরা এলাকার পুকুরে (ইনতুল্যা দও) নেমে নিখোঁজ হন তিনি।

কাওসার চাঁপাইনবাবগঞ্জ সদরের বাগডাঙ্গা ইউনিয়নের গড়াইপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি ছালাভরা এলাকায় নির্মাণাধীন পরিবার পরিকল্পনা ট্রেনিং সেন্টারে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

কাজিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন জানান, ওই ট্রেনিং সেন্টারে কর্মরত নির্মাণ শ্রমিকদের মধ্যে কাওয়াসহ তিনজন দুপুরে পার্শ্ববর্তী পুকুরে (ইনতুল্যা দও) গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হন কাওসার। খবর পেয়ে কাজিপুর ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। অভিযানের সাত ঘণ্টা পর সোমবার রাতে কাওসারের মরদেহ উদ্ধার করা হয়।