সিরাজগঞ্জে নাশকতা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০

নিজস্ব প্রতিবেদক : নাশকতা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগের মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলাল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (২০ জানুয়ারি) গভীর রাতে উল্লাপাড়া উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। হেলাল সরকার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর গ্রামের বাসিন্দা।

উল্লাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ বলেন, গ্রেফতার বিএনপি নেতা হেলাল সরকারের বিরুদ্ধে নাশকতা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে ৬-৭টি মামলা রয়েছে। সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।