প্রেমের টানে ভারতে স্কুলছাত্রী, ফেরত পাঠাল বিএসএফ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১ প্রেমের টানে ভারতে স্কুলছাত্রী ফেরত পাঠাল বিএসএফ নিজস্ব প্রতিবেদক : জামালপুরের দেওয়ানগঞ্জে প্রেমের টানে সীমান্ত গলিয়ে ভারতে চলে যাওয়া সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ফেরত পাঠাল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত ৮ টার দিকে বকশীগঞ্জের কামালপুর সীমান্তে ভারত-বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর পতাকা বৈঠক শেষে ওই স্কুলছাত্রীকে ফেরত পাঠানো হয়। বিএসএফের কাছ থেকে বাংলাদেশ বিজিবির ধানুয়া কামালপুর বিওপির সুবেদার মো. আজমল হোসেন তাকে গ্রহণ করেন। পরে রাত ১১ টার দিকে পরিবারের কাছে ওই স্কুলছাত্রীকে হস্তান্তর করে পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে জামালপুর ৩৫, রাইফেলস ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্ণেল মুনতাসির বলেন, ভারতীয় সীমান্তবর্তী গ্রামের আক্তার হোসেন নামে এক ছেলের সাথে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামপুর ইউনিয়নের উত্তর রহিমপুর গ্রামের মিষ্টার আলীর মেয়ে মেরিনা বেগমের। বৃহস্পতিবার বিকেলে সে কাউকে না বলে বকশীগঞ্জ সীমান্ত গলিয়ে ভারতে চলে যায়। সীমান্তবর্তী গ্রামে সে আক্তার হোসেনকে খুঁজতে থাকে। সন্দেহ হলে তাকে আটক করে বিএসএফ। জিজ্ঞাসাবাদে ওই স্কুলছাত্রী জানায় তার বাড়ি বাংলাদেশে। পরে ভারতীয় বিএসএফ বাংলাদেশের বিজিবির সাথে যোগাযোগ করে বকশীগঞ্জ কামালপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাঠায়। বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির পক্ষে নেতৃত্বে দেন কোম্পানি কমান্ডার সুবেদার আজমল হোসেন এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পক্ষে নেতৃত্বে দেন এসকে বিশাল। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, বিজিবির সুবেদার মো. আজমল হোসেন মেরিনাকে বকশিগঞ্জ থানা পুলিশের এসআই মো. মুন্তাজ আলীর হেফাজতে দেন। পরে রাত ১১ টার দিকে ওই স্কুলছাত্রীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। Share this:FacebookX Related posts: গৌরীপুরে স্কুলছাত্রী ধর্ষিত গৌরীপুরে বিতর্কিত শিক্ষক ও তার ২ সহযোগী ইয়াবাসহ গ্রেফতার গৌরীপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশের সমাবেশ গৌরীপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাবেশ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পরিবার থেকেই সচেতন হতে হবে-ওসি ময়মনসিংহে ৯৯৯-এ খবর পেয়ে শিশু উদ্ধার গফরগাঁও’র চাঞ্চল্যকর ধর্ষণের পর নৃশংস হত্যা মামলার আসামি আটক গৌরীপুরে বিয়ের প্রলোভনে এক সন্তানের জননীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার ধোবাউড়ায় চাঞ্চল্যকর হনুফা হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার ভালুকায় আদিবাসী নারীকে অপহরণ করে ধর্ষণ ঈশ্বরগঞ্জের অপহৃত ছাত্রী গৌরীপুরে উদ্ধার গ্রেফতার-১ গৌরীপুরে জাতীয় কন্যা শিশু দিবসে র্যালী ও আলোচনা সভা SHARES Matched Content দেশের খবর বিষয়: প্রেমের টানেফেরত পাঠালবিএসএফভারতেস্কুলছাত্রী