সিরাজগঞ্জে যমুনার পানি ফের বাড়ছে নিম্নাঞ্চল প্লাবিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জুন ২৬, ২০২০ অনলাইন ডেস্ক : একদিন স্থিতিশীল থাকার পর যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ফের বাড়তে শুরু করেছে। ফলে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। তলিয়ে যাচ্ছে চরাঞ্চলের ফসলি জমি। শুক্রবার (২৬ জুন) দুপুরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিরাজগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী রণজিৎ কুমার সরকার বিষয়টি জানান। তিনি বলেন, শুক্রবার সকালে যমুনার পানি সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে ১২ দশমিক ৯০সেন্টি মিটার রেকর্ড করা হয়েছে। যা বিপৎসীমার (১৩ দশমিক ৩৫) ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধি পেয়েছে ১২ সেন্টিমিটার। এর আগে গত ২৪ জুন যমুনায় পানি স্থিতিশীল থাকার পর ২৫ জুন তিন সেন্টিমিটার বেড়ে যায় যমুনার পানি। শুক্রবার ফের দ্রুত গতিতে পানি বৃদ্ধি পেয়েছে। রণজিৎ কুমার সরকার আরও বলেন, আগামী আরও কয়েকদিন যমুনা নদীর পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এদিকে যমুনার পাশাপাশি অভ্যন্তরীণ,ফুলজোড়, করতোয়া, হুরাসাগর, ইছামতি ও বড়াল নদীতেও পানি বাড়ছে। পানি বৃদ্ধির কারনে নদী তীরবর্তী ও চরাঞ্চলে ভুট্টা, বাদাম, তিল, কাউন ও সবজি খেত তলিয়ে যাচ্ছে। নষ্ট হচ্ছে এসব ফসল। সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুল হক বলেন, যমুনার পানি বৃদ্ধি ও টানা বৃষ্টিতে জেলার পাঁচটি উপজেলার প্রায় ৩০টি ইউনিয়নের চরাঞ্চলগুলোর এক হাজার ৫৯ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়েছে। পানির নিচে ফসল বেশী দিন থাকলে বেশিরভাগ ফসলই নষ্ট হয়ে যেতে পারে । Share this:FacebookX Related posts: সিরাজগঞ্জে যমুনার পানি ফের বিপদসীমার ওপরে সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার ৭৭ সেন্টিমিটার ওপরে সিরাজগঞ্জে নাশকতা মামলায় বিএনপি নেতা গ্রেফতার সিরাজগঞ্জে আগুনে একই পরিবারের নারী-শিশুসহ দগ্ধ-৭ সিরাজগঞ্জে গাছচাপা পড়ে ব্যাংক কর্মকর্তা নিহত সিরাজগঞ্জে দু’টি ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত সিরাজগঞ্জে নিখোঁজ নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার সিরাজগঞ্জে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৩১৯ জনের বিরুদ্ধে মামলা সিরাজগঞ্জে নদীতীর সংরক্ষন রক্ষা বাঁধে ৫০মিটার ধস সিরাজগঞ্জে একদিনে ৪ বাল্যবিয়ে বন্ধ সিরাজগঞ্জে বজ্রপাতে নিহত ১ সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ SHARES Matched Content দেশের খবর বিষয়: নিম্নাঞ্চল প্লাবিতফের বাড়ছেযমুনার পানিসিরাজগঞ্জে