সিরাজগঞ্জে আগুনে একই পরিবারের নারী-শিশুসহ দগ্ধ-৭

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে রান্না ঘরে আগুন লেগে নারী ও শিশুসহ একই পরিবারের ৭ জন দগ্ধ হয়েছেন। রোববার রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, দুখিয়াবাড়ী গ্রামের সাহেব আলীর ছেলে ছানোয়ার মুন্সি (৫৫), ছানোয়ার মুন্সির স্ত্রী নিলুফার খাতুন লিলি (৫০), তাদের ছেলে তায়েব আলী (২৭) ও সাইদুল ইসলাম (৩৫); সাইদুল ইসলামের স্ত্রী নাজিরা খাতুন (৩০), তাদের মেয়ে সুমাইয়া খাতুন (২) ও ছানোয়ার মুন্সির ভাতিজা মেহেদি হাসান (১৩)।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মনজিল হক জানান, দুখিয়াবাড়ী গ্রামের ছানোয়ার মুন্সির বাড়িতে রান্না ঘরে গ্যাস সিলিন্ডারের পাইপে চুলার দিকের অংশে ছিদ্র হয়ে আগুন ধরে যায়। এ সময় চুলা বিস্ফোরিত হয়ে রান্নাঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ অবস্থায় নারী ও শিশুসহ ৭ জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রোকন উদ্দিন জানান, দগ্ধকৃতদের মধ্যে শিশু সুমাইয়া খাতুনের অবস্থা কিছুটা সংকটাপূর্ণ তার শরীর কিছুটা ঝলসে গেছে। তাকে ঢাকা পাঠানো হতে পারে। বাকিদের হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে। তবে ২৪ ঘন্টা না গেলে দগ্ধদের বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।