শাজাহানপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শাজাহানপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে আহসান হাবিব (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সে উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল জামালপুর গ্রামের মৃত সমস উদ্দিনে ছেলে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার মাঝিড়া ইউনিয়নের ফুলতলা মাটির মসজিদ এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহসান হাবিব মোটরসাইকেল যোগে বগুড়ার দিক থেকে নয়মাইলের দিকে যাওয়ার পথে মোটর সাইকেলের চাকা স্লীপ করে মহাসড়কে পড়ে যায়। এ সময় দ্রুতগামী শাহ ফতেহ আলী নামের একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় আহসান হাবিব।

হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই আক্তার হোসেন জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।