লালপুরে শ্বাসকষ্ট ও জ্বরে মৃত্যুতে তিনটি বাড়ি লকডাউন

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০

অনলাইন ডেস্ক ; নাটোরের লালপুরে শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে বুলবুল নামের এক কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনায় ওই ছাত্রের বাড়িসহ আশেপাশের ৩টি বাড়ি ১৪ দিনের জন্য লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

বুধবার সন্ধ্যায় লকডাউনের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি।

তিনি জানান, ওই ছাত্রের বাড়িসহ আশপাশের বাড়ির মানুষগুলোর নিরাপত্তার স্বার্থে এ ঘোষণা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (৩১মার্চ) বিকালে শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত ছাত্রকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়।