আত্রাইয়ে ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০

নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ হয়েছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জামাই ও শ্বশুরের সাজা দেওয় হয়েছে। সাজাকৃতরা হলো সাইদুল ইসলাম(৪৯) ও মেহেদী হাসান(২০)।
জানাযায়, সোমবার দিবাগত রাতে উপজেলার মির্জাপুর গ্রামে সাইদুল ইসলামের মেয়ের সাথে মিরাপুর গ্রামের কুদ্দুর হোসেনের ছেলে মেহেদী হাসানের বাল্য বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এমন গোপন সংবাদ পেয়ে আত্রাই থানার এস আই মোস্তাফিজুর ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছানাউল ইসলাম উপস্থিত হয়ে তাদের আটক করেন।

পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে শ্বশুর সাইদুল ইসলামকে ১৫ দিনের সাজা এবং জামাই মেহেদী হাসানকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।