চাঁপাইনবাবগঞ্জে করোনা প্রতিরোধে কঠোর অবস্থানে সেনাবাহিনী

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকে : সরকারের নির্দেশে সারাদেশে চলছে লকডাউন। অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া এখন নিষিদ্ধ করা হয়েছে। করোনা ভাইরাস যাতে না ছড়ায় সে জন্য এ অবরুদ্ধ অবস্থা।

শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুরাতন বাজারে সকাল থেকেই সেনাবাহিনী রাস্তায় অবস্থান নেয়। মাস্ক না পরার অপরাধে ১০ জনকে ১২০০ টাকা অর্থদন্ড জরিমানা করা হয়।

এ ছাড়াও শাস্তিস্বরুপ অনেকজনকে রোদের মাঝে দাঁড় করিয়ে রাখা হয় এবং পরবর্তীতে বাইরে বের হলে মাস্ক পরে বের হবার শর্তে ছেড়ে দেয়া হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ১০জনকে অর্থদন্ড প্রদান করেন। এ সময় আনসারসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।সকলকে নিয়ম মেনে চলার জন্যও আহবান জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।