সাপাহারে খাদ্যমন্ত্রীর ৩ হাজার ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০

নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এর ব্যক্তিগত তহবিল থেকে বরাদ্দকৃত ৩ হাজার পরিবারের ত্রান সামগ্রী বিতরণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে উপজেলার ৬টি ইউনিয়নের ৩ হাজার পরিবারের মাঝে ত্রাণ দেওয়া ত্রাণ বিতরণে ইউনিয়নে ইউনিয়নে গিয়ে বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরনের সাথে আছেন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী,সহ-সভাপতি সাজেদুল আলম, ইউনিয়ন আ’লীগের সভাপতি সাদেকুল ইসলাম, সাধারন সম্পাদক ভুট্ট পাহান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জান সমাপণ, ছাত্রলীগের আহবায়ক রাসেল রানাসহ বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
জনাগেছে, প্রতি পরিবারে ৫ কেজি চাউল, ১কেজি ডাল, ১কেজি আলু,৫০০শ গ্রাম লবন ও একটি করে সাবান যা ৩ হাজার অসহায় পরিবারের মধ্যে বিরতণ শুরু হয়েছে।