অস্ত্রসহ ৩ ছিনতাইকারী ও ৪ অজ্ঞান পার্টির সদস্য আটক

প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকা থেকে অজ্ঞান পার্টির চার সদস্য এবং সালানা এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা।

সোমবার (২৮ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ৩ ছিনতাইকারী এবং সাড়ে আটটার দিকে ৪ অজ্ঞান পার্টির সদস্যদের আটক করা হয়।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কামান্ডার বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত ছিনতাইকারীরা হলো, গাজীপুর মেট্রোপলিটন সদর থানার পশ্চিম সালনা এলাকার জনৈক ছাদেক হাজীর বাড়ির ভাড়াটিয়া সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার বাদশাগঞ্জ এলাকার মৃত শুকুর আলীর ছেলে মোগল হোসেন (২৫), গাজীপুর মেট্রোপলিটন সদর থানার সালনা কসাইবাড়ি এলাকার মো. হেলাল উদ্দিনের ছেলে নাজমুল হাসান (২৭) এবং গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওয়ার্লেস পালের মাঠ পল্লী বিদ্যুৎ ক্যাম্প এলাকার ভাড়াটিয়া দিনাজপুর জেলার বিরল থানার ওকুড়ার এলাকার মৃত আব্দুর মহির উদ্দিনের ছেলে মো. হাইকুল ইসলাম (১৯)।

আটক অজ্ঞান পার্টির সদস্যরা হলো, জিএমপি সদর থানার মীরেরগাঁও এলাকার আব্দুল মান্নানের ছেলে সজীব হোসেন (১৯), একই এলাকার আব্দুল করিমের ছেলে রনি হোসেন (১৯), নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ঘারমোড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মামুন মিয়া (৪০) এবং একই জেলা ও থানার জাকির হোসেনের ছেলে নাহিম (১৮)।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কামান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গোপন সংবাদে জানতে পেরে জিএমপি সদর থানার সালনা এলাকায় একটি সংঘবদ্ধ চক্র ছিনতাইয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সালনা ব্রিজের উত্তর পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি চাপাতি, একটি সুইচ গিয়ার, নগদ ৫৫০ টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অপরদিকে একইভাবে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার চান্দনা চৌরাস্তা সড়ক ভবনের সামনে অভিযান চালিয়ে চার অজ্ঞান পার্টির সদস্যদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার, একটি চাকু, অজ্ঞান কাজে ব্যবহৃত চারটি মলম, নগদ ২ হাজার ৭৮৫ টাকা এবং ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা একটি সংঘবদ্ধ ছিনতাই এবং অজ্ঞান পার্টি চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন গাজীপুরসহ আশপাশে সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইসহ সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ি, টাকাপয়সা, মোবাইল, স্বর্ণালংকার ছিনতাই-ডাকাতি করে আসছে।