চাঁপাইনাবাবগঞ্জে সীমান্তের শূন্য রেখায় পাঁচ বিঘা এলাকাজুড়ে গাঁজা চাষ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০ ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকে : সীমান্তে চাষ হওয়া এসব গাঁজার চারা নিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিস বলছে এগুলো গাঁজার গাছ। আর বিজিবি বলছে এগুলো ভাঙের গাছ। তবে, শুক্রবার (৩ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক রায়হান খান শূন্য রেখায় এই চাষ করা এই গাছগুলো গাঁজার গাছ বলে নিশ্চিত করেছেন। সরেজমিনে ঘুরে দেখা গেছে, বাংলাদেশ ভারত সোনামসজিদ সীমান্তের ১৮৫ নম্বর পিলারের ৯ ও ১০ এর পিলারের মধ্যে একটি জমির প্রায় ৫ বিঘা এলাকাজুড়ে এসব গাঁজার চাষ করা হয়েছে। আম বাগানের মধ্যে বিভিন্ন বনফুলের আড়ালে এসব গাজা গাছ রোপণ করা হয়েছে। গাঁজার গাছগুলো কোনোগুলো ছোট আকারে আছে। আবার কোনো কোনোটিতে এসেছে ফুল। স্থানীয় কৃষকরা জানান, গত কয়েক বছর ধরেই এখানে গাঁজার চাষ করা হচ্ছে। এসব গাছ যখন অনেক বড় হয়, তখন এগুলো বস্তায় ভরে নিয়ে যান মালিকরা। তবে এলাকার কিছু লোকজনও তা সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করেন। এলাকায় এসব গাছের বেশ চাহিদা রয়েছে। কিন্তু এ বাগানের মালিক ভারতীয় হওয়ার কারণে তারা কিছু করতে পারছেন না। এবিষয়ে, সোনামসজিদ বিজিবি ক্যাম্পের সুবেদার ইসমাইল হোসেনকে জানানো হলে তিনি সেখানে তাদের একটি প্রতিনিধি দল পাঠান। প্রতিনিধি দলটি এলাকাটি সরেজমিনে পরিদর্শন করে। এবং গাছগুলোকে ভাঙের গাছ বলে চিহ্নিত করে চলে যান। এবং যাওয়ার সময় তিনি কিছু গাছ তুলে নিয়ে যান। বিষয়টি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক রায়হান খান জানান, এগুলো গাঁজার গাছ। এগুলো এখন ছোট আছে। বড় হলে এগুলোর গন্ধ বাড়বে। তখন মানুষ বুঝতে পারবে। তবে গাঁজা বা ভাঙ যা-ই হোক না কেনো দুটোই নিষিদ্ধ। নামের ভিন্নতা থাকলেও মূলত দুটি একই বস্তু। এটি নেশার উদ্দেশ্যে চাষ কারা হয়েছে। যেহেতু ভারতের মাটিতে সেগুলো চাষ করা হয়েছে, সেখানে আমাদের কিছু করার নেই। তবে, এগুলোর ছবি ও ভিডিও মন্ত্রণালয়ের মাধ্যমে ভরতীয় বিএসএফের কাছে পাঠানেরা ব্যবস্থা করা হবে। তারা এবিষয়ে ব্যবস্থা নেবেন বলে জানান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এই পরিদর্শক। Share this:FacebookX Related posts: আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে হয় মাদক ছাড়তে হবে, নাহলে ঈশ্বরদীর মাটি ছাড়তে হবে-ফিরোজ কবীর নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি পিটু, সম্পাদক রব করোনা: বাইরে যাওয়া নিষেধ, স্ত্রী’ই নরসুন্দর! সেই অন্ধ বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও ছানাউল ইসলাম আত্রাইয়ে প্রশাসনের তদারকিতে টিসিবি পণ্য বিক্রয় আত্রাইয়ে কর্মহীনদের পাশে ‘মানবিক খাদ্য সহায়তা কেন্দ্র’ চাঁপাইনবাবগঞ্জে ২২৬ বস্তা সরকারি চাল মজুদের দায়ে আটক-৭ জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক রাণীনগরের ড্রাগন যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে বর্তমান স্বামীকে হত্যার অভিযোগে সাবেক স্বামী আটক অবশেষে শহীদ মিনার পেলো ঐতিহাসিক আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় SHARES Matched Content দেশের খবর বিষয়: এলাকাজুড়েগাঁজা চাষচাঁপাইনাবাবগঞ্জেপাঁচ বিঘাসীমান্তের শূন্য রেখায়