বগুড়ায় ১ জানুয়ারি থেকে ইট বিক্রি বন্ধ ঘোষণা

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

নিজস্ব প্রতিবেদক : পরিবেশ অধিদপ্তরের অভিযানের নামে হয়রানীর অভিযোগ এনে আগামী পহেলা জানুয়ারি থেকে ৭ দিন ইট বিক্রি বন্ধ রাখার ঘোষনা করেছে ইট প্রস্তুতকারী মালিক সমিতি বগুড়া জেলা শাখা।
মঙ্গলবার দুপুরে শহরের হোটেল নাজ গার্ডেনে সংগঠনের এক প্রতিবাদ সভায় এ ঘোষনা দেন নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ বলেন, বগুড়ায় ২’শ ইটভাটার মধ্যে ৫টি ছাড়া সবগুলো জিগজ্যাগ। সরকারি সব বিধি মেনে ভাটা পরিচালনার পরও সম্প্রতি বিভিন্ন ইটভাটায় অভিযানের নামে মালিকদের হয়রানি করছেন পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা। সোমবার দুটি ভাটায় অভিযান চালিয়ে একটিতে ২০ লাখ টাকা জরিমানা এবং একটি ভেঙ্গে দিয়েছে।

এসব ঘটনার প্রতিবাদে ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত জেলার সব ভাটায় ইট বিক্রি বন্ধ রাখার ঘোষণা দেন ভাটা মালিকরা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাদল, জাহিদুল ইসলাম হেলাল, তোফাজ্জল হোসেন সাহান, আব্দুস সাঈদ মাস্টার, আলহাজ্ব রফিকুল ইসলাম, মোত্তালেব হোসেন, মোস্তাফিজার রহমান, শাহিনুর রহমান রনি।

সমিতির সভাপতি জানান, এটি তাদের প্রতীকি ধর্মঘট। সমস্যার সমাধান না হলে এরপর তারা সব ভাটা পুরোপুরি বন্ধ করে দেবেন।