জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল প্রায় ফাঁকা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২০ অনলাইন ডেস্ক : দেড়শ শয্যার আধুনিক জেলা হাসপাতাল হলেও রোগী থাকতো ৫শ থেকে ৭শ পর্যন্ত। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত কয়েক দিনে চিরচেনা আধুনিক জেলা হাসপাতালের দৃশ্য এখন একেবারে পাল্টে গেছে। রোগীদের ভিড় নেই, চিকিৎসক-নার্সদের নেই ব্যস্ততা। কিছুদিন আগেও যেখানে হাসপাতালের নির্ধারিত শয্যার বাইরে বারান্দার মেঝেতে থেকে রোগীদের চিকিৎসা নিতে হতো। সেই হাসপাতালের বেডগুলো এখন ফাঁকা পড়ে রয়েছে। আধুনিক জেলা হাসপাতালের নার্সিং সুপারভাইজার শামসুন্নাহার বেলি বলেন, রোগীদের চাপ সামলাতে আগে হিমশিম খেতে হতো। একজনকে সেবা দিতে গেলে আশে পাশে ৩/৪ জন ডাকতেন এখানে আসেন। এরকম আর নেই। সিনিয়র স্টাফ নার্স লাইলা বলেন, রোগীদের টিকিট দিতে অনেক হিমশিম খেতে হতো আগে। এখন সেই চিত্র আলাদা। কোন রোগী না থাকায় অলস সময় পার করছেন তারা। টেলিফোনের মাধ্যমে সাধারন রোগীরা বাড়িতে বসে চিকিৎসা সেবা পাওয়ার কারণে হাসপাতালে রোগীর তেমন ভিড় নেই। জেলা হাসপাতালের পক্ষ থেকে টেলিমেডিসিনের ব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে আধুনিক জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রাশেদ মোবারক জুয়েল বলেন, দুর্ঘটনায় আহত নিতান্তই জরুরী রোগী ও প্রসূতী রোগীরা দু/এক জন আসছেন। এছাড়া সাধারণ রোগীরা করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে হাসপাতালে আর আসছেন না। তবে চিকিৎসকরা নিয়মিত হাসপাতালে বসছেন বলে জানান তিনি। করোনাভাইরাসের রোগীর জন্য আলাদা করোনা ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। Share this:FacebookX Related posts: জয়পুরহাটে আলু চাষে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে জয়পুরহাটে ভিক্ষুক মুক্ত কার্যক্রম শুরু জয়পুরহাটে ব্রোকলি চাষে লাভবান হওয়ার স্বপ্ন দেখছে কৃষক দেলোয়ার জয়পুরহাট জেলায় ২’শ ২৮ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে হয় মাদক ছাড়তে হবে, নাহলে ঈশ্বরদীর মাটি ছাড়তে হবে-ফিরোজ কবীর করোনা: বাইরে যাওয়া নিষেধ, স্ত্রী’ই নরসুন্দর! সেই অন্ধ বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও ছানাউল ইসলাম আত্রাইয়ে প্রশাসনের তদারকিতে টিসিবি পণ্য বিক্রয় জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক বর্তমান স্বামীকে হত্যার অভিযোগে সাবেক স্বামী আটক অবশেষে শহীদ মিনার পেলো ঐতিহাসিক আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় SHARES Matched Content দেশের খবর বিষয়: আধুনিক জেলা হাসপাতালজয়পুরহাটপ্রায় ফাঁকা