ঈশ্বরগঞ্জে নৌকা প্রতীককে বিজয়ী করতে যুবলীগের নির্বাচনী পথ সভা

প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক : ঈশ্বরগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে বিজয়ী করতে পথ সভা করেছে ঈশ্বরগঞ্জ যুবলীগ। বুধবার সন্ধ্যায় যুবলীগ কার্যালয়ের সম্মুখে উপজেলা যুবলীগের সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এনামুল হক খান।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূইয়া সুমনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রাখেন কাজী মোঃ মাজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের উপ-জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক শামসুল কবির রাহাত, সদস্য বজলুল করিম মীর, আজিজুর রহমান খান আমিন, জেলা আওয়ামীলীগ নেতা রতন দত্ত, যুবলীগ ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম- আহবায়ক শাহরিয়ার কবির রাহাত খান, শাহ্ শওকত উসমান লিটন, আখেরুল ইসলাম সোহাগ প্রমুখ।