লুট নয়,ভোট চাই সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে বিএনপি প্রার্থী-হাতেম খান

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১

ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা পৌরসভা নির্বাচন ৩০ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তা বাদী দল (বি.এন.পি) মনোনীত ধানের শীষ প্রতিকের মেয়র পদপ্রার্থী মো: হাতেম খান ২৪জানুয়ারী রবিবার দুপুরে ২-নং-ওয়ার্ড ভালুকা বাজারে তার নিজস্ব কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন।

এসময় তিনি বলেন লুট নয়, ভোট চাই। ভোটাররা যাতে নির্ভিগ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেজন্য সুন্দর সুষ্ঠ পরিবেশ তৈরি করার জন্য প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে জোড় দাবী জানাই। তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে অভিযোগ করেন রির্টানিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার ও ওসি সাহেবের কাছে ফোন দিলেও আমার ফোন রিসিভ করেন না। বর্হিরাগতরা পৌরসভায় প্রবেশ করে আমাদের দলীয় নেতা কর্মী ও সাধারণ ভোটারদের ভয় ভীতি ও হুমকি প্রর্দশন করছেন।

তিনি আরো বলেন, আমার নেতা কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে এই মর্মে রির্টারিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি।