ধামরাইয়ে বিএনপি প্রার্থীর ভোট বর্জন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২০ অনলাইন ডেস্ক : ঢাকার ধামরাইয়ে পৌরসভা নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু। তবে প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। সোমবার দুপুরে পৌরসভার বাগনগর এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। বিএনপির মেয়র প্রার্থী বলেন, ‘সরকারের প্রহসনের নির্বাচন এটা। সরকারের ছত্রছায়ায় এগুলো করতেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর ছত্রছায়ায় কবির মোল্লা এগুলো করতেছে। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ চাই আমি। এটা কি ইলেকশন না কি? ওসি সাহেবকে ৫০ বার ফোন দিলাম। তাকে পাওয়া যায় না।’ তিনি বলেন, ‘ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত দিয়া এসেছি। এই মর্মে, আমি পুনঃনির্বাচন চাই। আমি এই নির্বাচন মানি না। এটা প্রহসনের নির্বাচন। ২১টা কেন্দ্র থেকেই আমার এজেন্ট বের করে দিছে।’ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী গোলাম কবির মোল্লা সকালে ভোট প্রদান শেষে সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হচ্ছে অন্যান্য বারের চেয়ে এবার পৌরসভা নির্বাচনকে মানুষ সাদরে গ্রহণ করেছে। আমি এ পর্যন্ত প্রায় ১০টা কেন্দ্র ঘুরে এসেছি। সকাল ৭টায় বের হয়েছি বাসা থেকে। এতো কনকনে শীতের মধ্যেও মানুষ সকাল ৭টায় ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। এ উৎসব দেখে আমার মনে হচ্ছে ৭০-৮০ শতাংশ ভোট কাস্ট হবে।’ তিনি আরও বলেন, ‘আমি আশাবাদী গত ৫ বছরে আমার কর্মদক্ষতা দিয়ে আমরা ধামরাই পৌরসভাটাকে একটা নান্দনিক পৌরসভায় রূপান্তরিত করেছি। একটা আধুনিক মডেল পৌরসভায় করার জন্য মাস্টারপ্ল্যান অনুযায়ী কাজ করে যাচ্ছি। আশা রাখি ধামরাইয়ের মানুষ ভুল করবে না। তারা নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে।’ বিএনপি প্রতিদ্বন্দ্বির অবস্থানের বিষয়ে তিনি বলেন, ‘খেলার মধ্যে প্রতিদ্বন্দ্বিকে বড় প্রতিদ্বন্দ্বি-ই ভাবতে হয়। আমিও তাকে বড় প্রতিদ্বন্দ্বিই ভাবি।’ বিএনপির প্রার্থীর ধামরাই সরকারি কলেজ (ভবন-৩) দক্ষিণপাড়া ১ নং কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবুল কালাম আজাদ বলেন, ‘আমার সঙ্গে ওনার দেখা হয়নি। আমি যখন ওপেন করেছি তখন ধানের শীষের এজেন্ট যারা ছিলো তাদেরকে আমি কার্ড দিয়েছি, বসতে দিয়েছি। নৌকার দিয়েছি, সকলকে দিয়েছি। জিরো ভোট যেটা সেটা তাদের সামনে প্রিন্ট দিয়ে স্বাক্ষর রেখে ওপেন করে দিয়েছি।’ বিএনপির মেয়র প্রার্থী নির্বাচন প্রত্যাহার করেছেন কি না- এ ব্যাপারে ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কমিশনার মুনীর হোসাইন খান বলেন, ‘না আমি কোন লিখিত পাইনি। কোথায় দিয়েছে আমিতো জানি না।’ Share this:FacebookX Related posts: আতিকের বিরুদ্ধে অভিযোগ, ২ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন যেকোনো সমস্যায় আমি আপনাদের সঙ্গে আছি : ইশরাক মন্ত্রী-এমপিদের প্রয়োজন নেই, ক্লিন ইমেজের তাপস-আতিকুলই যথেষ্ট জনস্বার্থে ২৪ ঘণ্টা নগর ভবন খোলা রাখব : তাপস পুরান ঢাকার জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেয়া হবে : ব্যারিস্টার তাপস ঢাকা সিটি করপোরেশন নির্বাচন: জয়ের ব্যাপারে আশাবাদী আ’লীগ প্রার্থীরা ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন: দুই সিটির দায়িত্বেই আ’লীগ তিন আসনে উপনির্বাচন আজ শপথ গ্রহণ করলেন মহিউদ্দিন, স্মৃতি ও মিলন উপ-নির্বাচনে অংশ নিবে না বিএনপি ডিসেম্বরে ২৩৪ পৌরসভায় ভোট ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে মনোনয়ন পেলেন যারা SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ধামরাইয়েবিএনপি প্রার্থীরভোট বর্জন