ময়মনসিংহের ত্রিশালে আওয়ামীলীগের প্রার্থীকে বিজয়ী করতে বর্ধিত সভা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১ এনামুল হক,ময়মনসিংহ:- আসন্ন ত্রিশাল পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী আলহাজ্ব নবী নেওয়াজ সরকারকে বিজয়ী করতে বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। ২৪ জানুয়ারী (রোববার) ত্রিশাল কাজী নজরুল ইসলাম অডিটরিয়ামে এ বর্ধিত সভা আয়োজন করা হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি বলেন, শেখ হাসিনা যাকে পছন্দ করেছেন তাকেই বিজয়ী করতে হবে। এজন্য উপজেলা পর্যায়ে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। ত্রিশাল পৌরসভা আওয়ামীলীগের প্রার্থী নবী নেওয়াজ সরকার বলেন, আমি একজন বয়জৈষ্ঠ প্রার্থী এরপর আমার নির্বাচন করার মতো অবস্থা থাকবে না তাই আমি করজোর অনুরোধ করছি আপনারা আমাকে বিজয়ী করবেন। আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, শোভা আকন্দ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুমা। এছাড়া আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। Share this:FacebookX Related posts: ময়মনসিংহের ত্রিশালে বাস-সিএনজি সংঘর্ষে এক নারী নিহত আহত-৫ ত্রিশালে মেয়র প্রার্থী আলহাজ্ব নবী নেওয়াজ সরকারের মত বিনিময় ময়মনসিংহের কালা মানিকের দাম ২০ লাখ টাকা উপজেলা পরিষদ এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার কমিটি গঠন সভাপতি সায়েম,সম্পাদক মোফাজ্জল হালুয়াঘাট সদর ইউপি নির্বাচনে সকলের নিকট দোয়া ও সমর্থন প্রত্যাশী সালেহ্ আহাম্মদ গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ সংরক্ষিত মহিলা পদে ১৪ ও কাউন্সিলর পদে ৪৩ মনোনয়ন পত্র জমা গৌরীপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীদের জরিমানা সরিষাবাড়ীতে স্বতন্ত্র মেয়র প্রার্থীর ওপর হামলা শেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ত্রিমুখী লড়াই ঈশ্বরগঞ্জে নৌকা প্রতীককে বিজয়ী করতে যুবলীগের নির্বাচনী পথ সভা সরিষাবাড়ী পৌরসভায় আ. লীগের জয় গৌরীপুর পৌরসভায় হ্যাট্রিক মেয়র সৈয়দ রফিকুল ইসলাম SHARES Matched Content দেশের খবর বিষয়: আওয়ামীলীগের প্রার্থীকেত্রিশালেবিজয়ী করতে বর্ধিত সভাময়মনসিংহের