সরিষাবাড়ী পৌরসভায় আ. লীগের জয়

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১

নিজস্ব প্রতিবেদক : জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. মনির উদ্দিন মনির (নৌকা)।
শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৯টায় বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

পৌরসভার ১৮টি কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী মনির উদ্দিনের প্রাপ্ত ভোটের সংখ্যা ২৭ হাজার ৪৯৯টি। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি মনোনিত প্রার্থী এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন (ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ৪৭১ ভোট। এছাড়া অপর প্রার্থী বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) ফজলুল হক খান (নারিকেল গাছ) ১৩৯ ভোট পান।

উপজেলা পরিষদ হলরুমে স্থাপিত কন্ট্রোল রুম থেকে নির্বাচনের তথ্য সংগ্রহ শেষে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। এসময় স্থানীয় প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।