উপজেলা পরিষদ এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার কমিটি গঠন সভাপতি সায়েম,সম্পাদক মোফাজ্জল

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ জেলায় উপজেলা পরিষদের তরুণ মেধাবী, জনবান্ধব চেয়ারম্যানদের বাছাই করে বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন ময়মনসিংহ জেলা কমিটি গঠিত হয়েছে।

(১অক্টোবর) বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত এক সভায় সর্ব সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়েছে । কমিটিতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান তরুণ মেধাবী রাজনীতিবিদ ও জনবান্ধব উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েমকে সভাপতি এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

নব নির্বাচিত এই কমিটিকে স্বল্প সময়ের মাঝে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর জন্য সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া নবগঠিত এই জেলা কমিটিতে সকল উপজেলা থেকে সদস্য রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সাথে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদেরকে সমহারে কমিটিতে রাখার সিদ্ধান্তও নেয়া হয়েছে।

এদিকে ময়মনসিংহ জেলার মেধাবী এই দুই চেয়ারম্যান কে বাছাই করে উপজেলা পরিষদ এসোসিয়েশনের ময়মনসিংহ জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত করায় কেন্দ্রীয় ও বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন ময়মনসিংহ জেলার সর্বস্তরের জনতা।