কোস্টগার্ডের অভিযানে ভারতীয় ট্রলারসহ ১৬ জেলে আটক

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০

অনলাইন ডেস্ক : বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করায় ভারতীয় ১টি ট্রলারসহ ১৬ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক জানান গত ২২ ডিসেম্বর রাতে কোস্টগার্ড পশ্চিম জোনের জাহাজ অপরাজেয় বাংলার গভীর সমূদ্রে টহলরত অবস্থায় ছিল।

এ সময় বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশকারী ফিশিং ট্রলার এফবি মঙ্গলচন্ডী-৭ মাছ ধরতে দেখে। এ সময় তারা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে ট্রলারটি ১৬ জেলেসহ আটক করে। আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।