কোভিড-১৯ সময়ে ১০হাজার রোগীকে বিনামূল্যে সেবা দিয়েছে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২০ মোঃইবাদুর রহমান জাকিরঃবৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর দূর্যোগময় সময়ে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার রোগীকে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সেবা প্রদান, বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে। সমাজের পিছিয়ে পড়া গরীব ও অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতাল কর্তৃপক্ষ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রেখেছেন। নিয়মিত দরিদ্র তহবিল সেবার পাশাপাশি প্রত্যেক শনিবার থেকে বৃহস্পতিবার -সপ্তাহে ছয়দিন, সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা প্রদান করা হচ্ছে। করোনা মহামারীতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ মানুষের পাশাপাশি সমাজের গরীব ও অসহায় রোগীরা স্বতস্ফূর্তভাবে এই ধরণের সেবা গ্রহনের জন্য নির্ধারিত দিনে হাসপাতালের বহির্বিভাগে ভিড় জমাচ্ছেন। হাসপাতালের চিকিৎসা সেবা প্রদানে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারিগণের আন্তরিক প্রচেষ্টা ও করোনা কালীন সামাজিক দূরুত্ব বজায় রেখে আগত রোগীগরা শৃংখল ভাবে তাদের প্রয়োজনীয় সেবা গ্রহন করছেন। সাধারণ চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি আগত রোগীগনকে অভিজ্ঞ স্বাস্থ্যকর্মীর মাধ্যমে সকল ধরণের ক্যান্সারের সচেতনতা ও রোগ নির্ণয়ের লক্ষ্যে প্রাইমারী স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং সন্দেহভাজন রোগীদেরকে হাসপাতালের নিয়মিত ক্যান্সার বিশেষজ্ঞ কর্তৃক প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনা প্রদান করা হচ্ছে। এছাড়াও হাসপাতালের ক্যান্সার হেল্প ডেস্কের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় অর্ধ শতাধিক ক্যান্সার রোগীকে সেবা প্রদান করা হচ্ছে। Share this:FacebookX Related posts: কেউ মেনে নিতে পারছেন না তিথির মৃত্যু,হাসপাতালের বিছানায় কাঁদছে সহপাঠী রূপা সংকট আর সমস্যা নিয়েই চলছে হাসপাতাল গৌরীপুরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে রংপুরে দেশীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেফতার মাদারীপুরে নতুন আরো ২৯ জনসহ আক্রান্ত ৭৩৮ বাউফলে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাড়ি থেকে পালানো কিশোরী ৯৯৯ এ ফোন কলে উদ্ধার নওগাঁ-৬ উপ-নির্বাচনে পাঁচজনের মনোনয়ন জমা গোপালগঞ্জে ট্রাক খাদে পড়ে চালকসহ নিহত ২ SHARES Matched Content দেশের খবর বিষয়: কোভিড-১৯ সময়ে ১০হাজার রোগীকে বিনামূল্যে সেবা দিয়েছে বিয়ানীবাজার ক্যান্সার এন্ডজেনারেলহাসপাতাল