বাউফলে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০
বাউফলে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নে সরকারের বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সদস্যদের মধ্যে করোনা সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। আজ সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথী থেকে ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদ হাসান এ সামগ্রী বিতরন করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সচিব আবুল হাসনাত টিটু, ইউপি সদস্য মোঃ জামাল হোসেন হাওলাদার, সুমন মৃধা ও মিজানুর রহমান প্রমূখ।

সুত্রে জানা গেছে, কার্যকর ও জবাবাদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের (ইএএলজি) আওতায় বাউফলের বগা ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য, গ্রাম পুলিশ, গ্রাম আদালত, সহকারী, উদ্যাক্তা ও তিনিটি কমিউিনিটি ক্লিনিকের কর্মীসহ ১৮৯ জনের মধ্যে গামবুট, স্যানিটাইজার, হ্যান্ড গ্লোবস, সাবান, পিপিই, চশমা ও মাক্সসহ বিভিন্ন ধরণের সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

চেয়ারম্যান মাহমুদ হাসান বলেন, ইউনিয়নের সেবাদানকারী ব্যক্তিরা এ ধরনের করোনা সুরক্ষা সামগ্রী পেয়ে করেনা প্রতিরোধে স্থানীয় জনগনকে সার্বিক সেবাদানে আরো সচেষ্ট হবে।