নওগাঁ-৬ উপ-নির্বাচনে পাঁচজনের মনোনয়ন জমা

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০

অনলাইন ডেস্ক : নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে উপনির্বাচনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁ জেলা নির্বাচন ও রিটানিং অফিসার মো. মাহমুদ হাসান এ তথ্য জানান।

যারা মনোনয়নপত্র জমা দিলেন, রাণীনগর উপজেলা আ’লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, আত্রাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজু, রাণীনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি গোলাম কবির, বাংলাদেশ ন্যাশনালিষ্ট পার্টি থেকে খন্দকার ইনতেখাব আলম ও সতন্ত্র প্রার্থী প্রকৌশলী জাহিদুল ইসলাম।

বৃহস্পতিবার মনোনয়ন জমাদানের শেষ দিনে প্রত্যেক প্রার্থী তাদের প্রস্তাবক সমর্থকসহ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সহকারী রিটানিং ও রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

আগামী ২০ সেপ্টেম্বর (রোববার) মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে।