গোপালগঞ্জে ট্রাক খাদে পড়ে চালকসহ নিহত ২

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২১

সময় সংবাদ ডেস্কঃগোপালগঞ্জে পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক ও তার সহকারী নিহত হয়েছেন।বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার মুডাগাছা দক্ষিণপাড়া গ্রামের মুসা মৃধার ছেলে সজিব মৃধা (৩৩) ও চালকের সহকারী ঝিনাইদহ জেলার চাপরী গ্রামের ওমর আলী বিশ্বাসের ছেলে সাহিন বিশ্বাস (৩২)।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. শাহ আলম জানান, মাদারীপুরের টেকেরহাট বন্দরগামী পাথরবোঝাই একটি ট্রাক ভোর ৫টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক ও তার সহকারী নিহত হন।

তিনি জানান, ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।