ধোবাউড়ায় জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০ কামরুল হাসান, ধোবাউড়া,ময়মনসিংহ : ময়মনসিংহের ধোবাউড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার পক্ষ থেকে মটর সাইকেল শোভাযাত্রা, কেক কাটা, পায়রা উন্মুক্ত করণ, আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে সাংসদ মি. জুয়েল আরেং আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন। শান্তির প্রতিক পায়রা উড়িয়ে কেক কাটা, আলোচনা সভা এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক জালাল উদ্দিন সোহাগের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম খান বিপ্লব ও বরকত উসমানের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধোবাউড়া- হালুয়াঘাট আসনের সাংসদ মি. জুয়েল আরেং। এরপর উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা হলরুমে মাসিক আইন শৃংখলা সভা শেষে সুতিয়া নদীর ব্রীজ হতে সাদুয়ারকান্দা রাস্তা, দর্শা গ্রামের বিদ্যুতায়ন, সিঙ্গুরা রব মেম্বারের বাড়ী হতে সিঙ্গুরা চৌরাস্তা পর্যন্ত রাস্তা, সিবানন্দখিলা হতে ঘোষগাও রাস্তা, ধোবাউড়া মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার ৪ তলা নতুন ভবন ও উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্ভোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাংসদ জুয়েল আরেং। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, ধোবাউড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, সহ-সভাপতি নূর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জিন্নত আলী বিশ্বাস, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এডয়ার্ড নাফাক, আইন বিষয়ক সম্পাদক উসমান আলী, ধর্ম বিষয়ক সম্পাদক সরকার জয়নাল আবেদীন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সায়েদুল ইসলাম তুলা প্রমূখ। Share this:FacebookX Related posts: ধোবাউড়ায় বাঁশের সাকো দিয়ে ৩০ গ্রামের মানুষের পারাপার,সেঁতু নির্মানের দাবি ধোবাউড়ায় ঘুষের প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার হুমকি ধোবাউড়ায় গাঁজাসহ যুবক আটক ধোবাউড়ায় বিধিবহির্ভূত ভাবে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদানের অভিযোগ ধোবাউড়ায় খাবারে বিষ মিশিয়ে হাঁস মারার অভিযোগ ধোবাউড়ায় হাম- রুবেলা নিয়ে আলোচনা সভা ধোবাউড়ায় করোনা পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ তহবিল গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত ধোবাউড়ায় ঋণের চাপ সইতে না পেরে অন্তস্বত্বা গৃহবধুর আত্মহত্যা ধোবাউড়ায় চাঞ্চল্যকর হনুফা হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার ধোবাউড়ায় মদ বিক্রি করায় ২ জনকে ৬ মাসের কারাদন্ড ধোবাউড়ায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস শুভ উদ্ভোধন ধোবাউড়ায় বীর মুক্তিযোদ্ধার মানবেতর জীবন যাপন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা SHARES Matched Content দেশের খবর বিষয়: ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনজাতীয় শ্রমিক লীগেরধোবাউড়ায়