ধোবাউড়ায় খাবারে বিষ মিশিয়ে হাঁস মারার অভিযোগ

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০

কামরুল হাসান,ধোবাউড়া,ময়মনসিংহ : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বাঘবেড় ইউনিয়নে খাবারের সাথে কীটনাশক বিষ মিশিয়ে হাঁস মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়,গত সোমবার দিবাগত রাতে উপজেলার বাঘবেড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নয়নকান্দি গুচ্ছ গ্রামের দিন মজুর সিদ্দিক মিয়ার (৪০) প্রায় শতাধিক হাঁস খাবারে দানাদার বিষ মিশিয়ে মেরে ফেলেছে দূর্র্বৃত্তরা। এ ঘটনার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের শত শত মানুষ মৃত হাঁস দেখতে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে ঘটনা স্থলে গিয়ে মৃত হাঁসের পাশে দানাদার বিষ দেখতে পায়। এ ব্যাপার ক্ষতিগ্রস্থ সিদ্দিক মিয়া বলেন হাঁসের ডিম বিক্রি করে সামান্য অর্থ দিয়ে আমি খেয়ে না খেয়ে বেঁচে আছি। তিনি আরও বলেন আমার শেষ সম্বল ৪ শত হাঁসের মাঝে ইতিমধ্যে ১ শত হাঁস মরে গেছে,বাকি হাঁসগুলো মরার সম্ভাবনা রয়েছে।

এ ব্যাপারে বাঘবের ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ রব্বানী সুমন বলেন মানুষ মানুষের সাথে শত্রুতা থাকতে পারে কিন্তু হাঁসের সাথে কিসের শত্রুতা। এ নেক্ষারজনক ঘটনায় তিনি তীব্র নিন্দা জানিয়েছেন। এ ঘটনায় সিদ্দিক মিয়া ধোবাউড়া থানায় সাধারণ ডায়রী করবেন বলে জানান।