ধোবাউড়ায় মদ বিক্রি করায় ২ জনকে ৬ মাসের কারাদন্ড

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০

কামরুল হাসান, ধোবাউড়া প্রতিনিধি ; ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারিতলা ইউনিয়নের কলসিন্দুর বাজার এলাকায় চোরাই মদ বিক্রি করায় ২ জনকে ৬ মাসের কারাদন্ড দেন উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে কয়েকটি বাড়ি থেকে বিপুল পরিমান চোরাই মদ উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থলে ২ জনকে আটক করা হয়। আটককৃত দুইজন আদালতে স্বীকার করেন যে, তারা নিয়মিত চোরাই মদ উৎপাদন, সেবন ও বিক্রয়ের উদ্দ্যেশ্যে সংরক্ষণ করে তা বিক্রি করে। দুইজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ও ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ সময় ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান বলেন, যদি কেউ মাদকদ্রব্য উৎপাদন, সেবন ও বিক্রি করে তাহলে তাদের বিরোদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা ও কারাদন্ড দেওয়া হবে।