ধোবাউড়ায় করোনা পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ তহবিল গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০ কামরুল হাসান,ধোবাউড়া : বুধবার সকাল ১১ টায় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্তমান করোনা পরিস্থিতিতে নিয়ে ত্রাণ তহবিল গঠনের লক্ষ্যে এক জরুরী সভা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-১ হালুয়াঘাট -ধোবাউড়া আসনের সংসদ সদস্য মিঃ জুয়েল আরেং। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, ভাইস চেয়ারম্যান আবুল ফজল, ভাইস চেয়ারম্যান ( মহিলা) সেলিমা খাতুন, অফিসার ইনচার্জ আলী আহম্মেদ মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল, সিনিয়র সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, ধর্মবিষয়ক সম্পাদক জয়নাল আবদীন সরকার, অধ্যক্ষ আব্দুল মোতালেব আকন্দ, সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব তালুকদার, অধ্যক্ষ হেলাল উদ্দিন, যুবলীগের আহবায়ক ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য ডাক্তার আসাদুজ্জামান আকন্দ সাগর প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সকল জনপ্রতিনিধিবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। সভায় সহায়তার লক্ষ্যে উপজেলা জরুরী ত্রাণ তহবিল গঠন করা করা হয়। সাম্প্রতিক পরিস্থিতিতে যে সকল জনগণ দূর্ভোগে পড়েছেন, তাদের কাছে ত্রাণ পৌছে দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়াও সকল ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি, মসজিদ কমিটি, স্থানীয় রাজনৈতিক প্রতিনিধিদের নিয়ে কোন রকম দ্বৈততা পরিহার অর্থাৎ যারা অন্য সরকারি সাহায্য পাচ্ছে তাদের বাদ দিয়ে যারা বিপাকে পড়েছেন তাদের তালিকা করার সিদ্ধান্ত হয়। Share this:FacebookX Related posts: গৌরীপুরে করোনা সংকট মোকাবেলায় এমপি’র খাদ্যসামগ্রী বিতরণ ধোবাউড়ায় গাঁজাসহ যুবক আটক ধোবাউড়ায় বিধিবহির্ভূত ভাবে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদানের অভিযোগ ধোবাউড়ায় ইউরিয়া সারসহ ট্রাক আটক ধোবাউড়ায় খাবারে বিষ মিশিয়ে হাঁস মারার অভিযোগ ধোবাউড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত ধোবাউড়ায় হাম- রুবেলা নিয়ে আলোচনা সভা ধোবাউড়ায় ঋণের চাপ সইতে না পেরে অন্তস্বত্বা গৃহবধুর আত্মহত্যা ধোবাউড়ায় মদ বিক্রি করায় ২ জনকে ৬ মাসের কারাদন্ড ধোবাউড়ায় বিরোধের জেরে মুক্তিযোদ্ধার উপর হামলা ধোবাউড়ায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস শুভ উদ্ভোধন ধোবাউড়ায় বীর মুক্তিযোদ্ধার মানবেতর জীবন যাপন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা SHARES Matched Content দেশের খবর বিষয়: করোনাত্রাণ তহবিল গঠনের লক্ষ্যেধোবাউড়ায়পরিস্থিতিমোকাবেলায়সভা অনুষ্ঠিত