ধোবাউড়ায় বাঁশের সাকো দিয়ে ৩০ গ্রামের মানুষের পারাপার,সেঁতু নির্মানের দাবি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০ কামরুল হাসান ধোবাউড়া থেকে : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা ১ নং দক্ষিণ ইউনিয়নের নিতাই নদীর উপর কালিকাবাড়ী ঘাটে পাকা সেতুর অভাবে দীর্ঘদিন ধরে ৩০ গ্রামের মানুষ বাঁশের সাঁকো ও নৌকা দিয়ে পারাপার করছে। ভারতের মেঘালয় থেকে আসা উপজেলার ঘোষঁগাও বাজারের পুর্ব উত্তর দিয়ে প্রবাহিত এই খরস্রোতা নিতাই নদী। সেতু না থাকায় শুষ্ক মৌসুমে স্থানীয় উদ্যোগে তৈরী বাঁশের সাাঁকো দিয়ে দক্ষিণ মাইজপাড়া ও ঘোষগাঁও এই দুই ইউনিয়নের কালিকাবাড়ী, কড়ইগড়া, রামসিংহপুর, কাশিপুর, বাগপাড়া, ঘিলাগড়া, ছোট মুন্সীপাড়া, উত্তর রানীপুর, বল্লভপুর, ঘোঁষগাও ইউনিয়নের নয়াপাড়া, ঘোষঁগাও, ভালুকা পাড়া সহ ৩০ গ্রামের হাজার হাজার মানুষ ও স্কুল পড়–য়া ছাত্র- ছাত্রী, শিক্ষক শিক্ষিকা চলাচল করে । শুস্ক মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করলেও বর্ষা মৌসুমে এসমস্ত লোকজনের নদী পারাপারের একমাত্র ভরসা নৌকা। নদী তীরে অবস্থিত কালিকাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি স্কুল ছাত্র- ছাত্রীদের নৌকা দিয়ে নদী পারাপার ঝুকিপূর্ন বলে মনে করেন স্কুলটির প্রধান শিক্ষকসহ স্থানীয় অভিভাবক। স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাশিদ জানান বর্ষা মৌসুমে স্কুলের ছাত্র-ছাত্রীদের চলাচল নিয়ে আমরা আতঙ্কে থাকি।তিনি সহ এলাকাবাসী দ্রুত নিতাই নদীর উপর কালিকাবাড়ী ঘাটে সেতু নির্মাণের দাবী জানান । এ ব্যপারে ধোবাউড়া এল জি ই ডি উপজেলা প্রকৌশলী শাহিনুর ফেরদৌস জানান, সেতুটি অত্যান্ত গুরুত্তপূর্ণ, ডি.পি.পির অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদন হলেই টেন্ডার আহব্বান করা হবে। Share this:FacebookX Related posts: ধোবাউড়ায় ঘুষের প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার হুমকি ধোবাউড়ায় পূর্ব শত্রুতার জেরে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধের অভিযোগ ধোবাউড়ায় ইউরিয়া সারসহ ট্রাক আটক ধোবাউড়ায় নারী দিবসে পুলিশের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ ধোবাউড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত ধোবাউড়ায় পূর্ববিরোধের জের ধরে গৃহবধুকে মারধরের অভিযোগ ধোবাউড়ায় হাম- রুবেলা নিয়ে আলোচনা সভা ধোবাউড়ায় করোনা পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ তহবিল গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত ধোবাউড়ায় ঋণের চাপ সইতে না পেরে অন্তস্বত্বা গৃহবধুর আত্মহত্যা ধোবাউড়ায় মদ বিক্রি করায় ২ জনকে ৬ মাসের কারাদন্ড ধোবাউড়ায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস শুভ উদ্ভোধন ধোবাউড়ায় বীর মুক্তিযোদ্ধার মানবেতর জীবন যাপন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা SHARES Matched Content দেশের খবর বিষয়: ৩০ গ্রামের মানুষের পারাপারধোবাউড়ায়বাঁশের সাকো দিয়েসেঁতু নির্মানের দাবি