গৌরীপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতী সভা

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০

কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে (১২ অক্টোবর) সোমবার আনন্দঘন পরিবেশে ও সামাজিক দুরত্ব বজায় রেখে পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় কর্মসূচী প্রণয়নের লক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে এক প্রস্তুতীমুলক সভা’র আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ পাবলিক হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ রাহাত’র সভাপতিত্বে অনুষ্ঠিত উল্লেখিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, সহকারী কমিশনার (ভুমি) আবিদুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক বিধু ভুষন দাস,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রবিউল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাকিবুল ইসলাম,উপজেলা পূজা উদযাপন পরিষদ’র সভাপতি অরুন সরকার, সাধারণ সম্পাদক শ্যামল করসহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।