ধোবাউড়ায় ঋণের চাপ সইতে না পেরে অন্তস্বত্বা গৃহবধুর আত্মহত্যা

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০

কামরুল হাসান,ধোবাউড়া ; ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নে ঋণের চাপ সইতে না পেরে ৫ সন্তানের জননী অন্তসত্বা এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

জানা যায়, ইউনিনের ঘিলাগড়া গ্রামের ফারুক মিয়ার(৩৫) স্ত্রী আয়েশা খাতুন(৩০) সোমবার সকাল ৭ টায় নিজ বাড়ির টয়লেটে গলায় ফাঁস দিয়ে আত্বহত্যার করেছে। স্বামী ফারুক একটি কওমি মাদ্রাসায় শিক্ষকতা করেন। অল্প বেতনে ৫ সন্তানের ভরণ পোষণ, লেখাপড়া ও ভরণ পোষন না করতে পারায় সংসারের অভাব অনটন যেন বাসা বেধেছিলো।

সংসার সচল রাখার জন্য আয়েশা খাতুন গ্রামের অনেকের কাছ থেকে সুদে ঋন নিয়েছিলেন। করোনা পরিস্থিতিতে ঋণের টাকা ও সংসারের চাপ সয়তে না পারায় আত্বহত্যা করেছে।

এ ঘটনায় ১ নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক জানান, পরিবারটি ছিলো অসচ্ছল স্বামী কওমি মাদ্রাসায় স্বল্প বেতনে সংসার না চলায় ক্ষোভে হতাশায় ৫ মাসের অন্তস্বত্বা আয়েশা খাতুন আত্বহত্যা করছে।

এ ব্যাপারে ধোবাউড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ চাঁদ মিয়া বলেন, প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি আয়েশা খাতুন একটি চিঠি লিখে আত্মহত্যা করেছে । চিঠিতে সাংসরিক ও ঋণের চাপে আত্বহত্যা করছে তা উল্লেখ ছিলো।