ধোবাউড়ায় ঋণের চাপ সইতে না পেরে অন্তস্বত্বা গৃহবধুর আত্মহত্যা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০ কামরুল হাসান,ধোবাউড়া ; ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নে ঋণের চাপ সইতে না পেরে ৫ সন্তানের জননী অন্তসত্বা এক গৃহবধূ আত্মহত্যা করেছে। জানা যায়, ইউনিনের ঘিলাগড়া গ্রামের ফারুক মিয়ার(৩৫) স্ত্রী আয়েশা খাতুন(৩০) সোমবার সকাল ৭ টায় নিজ বাড়ির টয়লেটে গলায় ফাঁস দিয়ে আত্বহত্যার করেছে। স্বামী ফারুক একটি কওমি মাদ্রাসায় শিক্ষকতা করেন। অল্প বেতনে ৫ সন্তানের ভরণ পোষণ, লেখাপড়া ও ভরণ পোষন না করতে পারায় সংসারের অভাব অনটন যেন বাসা বেধেছিলো। সংসার সচল রাখার জন্য আয়েশা খাতুন গ্রামের অনেকের কাছ থেকে সুদে ঋন নিয়েছিলেন। করোনা পরিস্থিতিতে ঋণের টাকা ও সংসারের চাপ সয়তে না পারায় আত্বহত্যা করেছে। এ ঘটনায় ১ নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক জানান, পরিবারটি ছিলো অসচ্ছল স্বামী কওমি মাদ্রাসায় স্বল্প বেতনে সংসার না চলায় ক্ষোভে হতাশায় ৫ মাসের অন্তস্বত্বা আয়েশা খাতুন আত্বহত্যা করছে। এ ব্যাপারে ধোবাউড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ চাঁদ মিয়া বলেন, প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি আয়েশা খাতুন একটি চিঠি লিখে আত্মহত্যা করেছে । চিঠিতে সাংসরিক ও ঋণের চাপে আত্বহত্যা করছে তা উল্লেখ ছিলো। Share this:FacebookX Related posts: ধোবাউড়ায় বাঁশের সাকো দিয়ে ৩০ গ্রামের মানুষের পারাপার,সেঁতু নির্মানের দাবি ধোবাউড়ায় ঘুষের প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার হুমকি ধোবাউড়ায় পূর্ব শত্রুতার জেরে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধের অভিযোগ ধোবাউড়ায় গাঁজাসহ যুবক আটক ধোবাউড়ায় বিধিবহির্ভূত ভাবে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদানের অভিযোগ ধোবাউড়ায় ইউরিয়া সারসহ ট্রাক আটক ধোবাউড়ায় খাবারে বিষ মিশিয়ে হাঁস মারার অভিযোগ ধোবাউড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত ধোবাউড়ায় হাম- রুবেলা নিয়ে আলোচনা সভা ধোবাউড়ায় মদ বিক্রি করায় ২ জনকে ৬ মাসের কারাদন্ড ধোবাউড়ায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস শুভ উদ্ভোধন ধোবাউড়ায় বীর মুক্তিযোদ্ধার মানবেতর জীবন যাপন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা SHARES Matched Content দেশের খবর বিষয়: অন্তস্বত্বাআত্মহত্যাঋণের চাপ সইতে না পেরেগৃহবধুরধোবাউড়ায়