ধোবাউড়ায় বিধিবহির্ভূত ভাবে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদানের অভিযোগ

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০

কামরুল হাসান,ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) কাবেরী জালালের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিধিবহির্ভূত ভাবে সরকারী মিডিয়া তালিকাভুক্তি বিহীন পাক্ষিক পত্রিকায় সরকারী অফিসের জলমহাল ইজারা বিজ্ঞপ্তি প্রদানের অভিযোগ পাওয়া গেছে।

গত ২৫ ফেব্রুয়ারী ২০২০ খ্রিঃ তারিখে ময়মনসিংহ থেকে প্রকাশিত পাক্ষিক সুবর্ণ বাংলা পত্রিকায় এ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে। যার স্মারক নং ৩১.৪৫.৬১১৬.০০০.০০.০১৪.১৭-৬৫ তারিখ ১৭/০২/২০২০খ্রিঃ। সরকারী বিধি মোতাবেক মিডিয়াভুক্ত বহুল প্রচারিত দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার বিধান থাকলেও তা না মেনে ক্ষমতার অপব্যবহার করে উক্ত কর্মকর্তা পাক্ষিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার ( ভূমি) কাবেরী জালালের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ছুটিতে আছি, অফিসে এসে বিষয়টি দেখবো। পরে উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামানকে বিষয়টি অবহিত করলে তিনি বলেন, পাক্ষিক, সাপ্তাহিক পত্রিকায় সরকারী বিজ্ঞপ্তি দেওয়া যায়না।