ধোবাউড়ায় চাঞ্চল্যকর হনুফা হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০

কামরুল হাসান, ধোবাউড়া : ময়মনসিংহ ধোবাউড়া উপজেলা গোয়াতলা ইউনিয়ন মাটিখলা গ্রামে ২ সন্তানের জননী এক গৃহবধূকে হত্যা করা করার ঘটনায় স্বামী মোঃ আব্দুল খালেক ফুলপুরে আটক। ঘটনা সূত্রে জানা যায়, হনুফা আক্তার (২৬) স্বামী আব্দুল খালেক (৩৫) এর সাথে ৮বছর পৃর্বে রেজিষ্ট্রি কাবিন মুলে বিবাহ হয়। তার ঘরে ২ সন্তানের জন্ম হয়।

প্রাথমিক অবস্থায় সংসার মধুর হলেও কিছুদিন পর যৌতুকের দাবীতে শুরু হয় শরীরিক, মানসিক নির্যাতন। গত তিনমাস পূর্বে ২ লক্ষ টাকার জন্য হনুফা(২৬)কে চাপ দেয় স্বামী আব্দুল খালেক, এতে রাজি না হওয়ায় তাকে মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে যায়।

এক পর্যায়ে গত ৩১/৫/২০ইং তারিখে পাষন্ড স্বামী ও আরো কয়েকজন মিলে তাকে হত্যা করে ফাসিতে ঝুলিয়ে রাখে। ভিকটিমের বাবা বাদী হয়ে স্বামী সহ আরো ৫জনকে আসামী করে ধোবাউড়া থানায় একটি হত্যা মামলা রুজু করে। আসামীরা পলাতক থাকা অবস্থায় ধোবাউড়া থানা চৌকষ অফিসার ইনচার্জ আলী আহাম্মেদ মোল্লার দিক নির্দেশনায় এস আই আবুল হাসনাত,আব্দুল খালেকসংগীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ফুলপুর শেরপুর রোড থেকে প্রধান আসামী মোঃ আব্দুল খালেককে গ্রেপ্তার করে। গত ১০/০৭/২০ তারিখ ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

এ ব্যাপারে ধোবাউড়া থানা অফিসার ইনচার্জ আলী আহম্মেদ মোল্লা জানান, দীর্ঘদিন সে পালতক ছিল, অনেক পরিশ্রম করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এবং বাকি আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।