ধোবাউড়ায় বীর মুক্তিযোদ্ধার মানবেতর জীবন যাপন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১ ধোবাউড়ায় বীর মুক্তিযোদ্ধার মানবেতর জীবন যাপন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কামরুল হাসান, ধোবাউড়া, ময়মনসিংহ : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা ১নং দক্ষিন মাইজপাড়া ইউনিয়নের উত্তর মাইজ পাড়া গ্রামের ৪নং ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক(৭৮) একটি বসত ঘরের অভাবে অস্বাস্থ্যকর পারিবেশে মানবেতর জীবন যাপন করছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, মাননীয় প্রধান মন্ত্রীর উপহার হিসাবে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত ঘর অন্যদের ভাগ্যে জুটলেও জুটেনী বীর মুক্তিযোদ্ধা আঃ খালেকের। তিনি ২০১৫ সালে একবার ঘরের জন্য আবেদন করে চেষ্টা করে ব্যর্থ হন। গত ২০২০/২১ অর্থ বছরে বরাদ্দকৃত ঘরের জন্য নির্দিষ্ট ফরমে আবেদন করেও পায়নি। বীর মুক্তযোদ্ধা আঃখালেক এর সম্পদ বলতে ২০ শতাংশ ভূমি রয়েছে। যে টুকু ভাতা পান পরিবারে স্ত্রী সন্তান নিয়ে উনার অসুস্থতার জের টেনে সংসার চলে কোনমতে। অতিরিক্ত টাকা না থাকায় স্বপ্ন একটি পাকা ঘরে বসবাস করার। স্বপ্ন যেন স্বপ্নময় থেকে যাচ্ছে বাস্তবতায় হতাশ হচ্ছে। ভারতের মেঘালয় রাজ্য ঘেষা গ্রামটি হিমালয়ের হাড় কাপানো বাতাস থেকে রক্ষা পেতে দু-চালা ঘরটির বাশের বেতীর উপর গোবর ও মাটির মিশ্রনে প্রলেপ দিয়ে মানবেতর জীবন যাপন করছে। বীর মুক্তিযোদ্ধা জানান, আমার একটি থাকার ঘর খুব প্রয়োজন বসবাস করতে কষ্ট হচ্ছে, মাননীয় প্রধান মন্ত্রীর কাছে জোড় দাবী করছি একটি পাকা ঘর নির্মানের ব্যবস্থা যেন কওে দেন। উনার ভারতীয় তালিকা-১৫০১৪ গেজেটঃ ২৩১৪ মুক্তিযোদ্ধা ভাতা নং -১১৫০৭৩৩। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন প্রয়োজনেরর তুলনায় ঘরের বরাদ্দ কম থাকায় সকল অস্বচ্চল মুক্তিযোদ্ধাদের অন্তভুক্ত করা সম্ভব হয়নি তবে এ প্রকল্প চলমান রয়েছে অবশ্যই তিনি পরবর্তি সময় নির্দেশনা আসলে অন্তভুক্ত হবেন। Share this:FacebookX Related posts: ধোবাউড়ায় প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে গৃহহীন পরিবারগুলো ধোবাউড়ায় বাঁশের সাকো দিয়ে ৩০ গ্রামের মানুষের পারাপার,সেঁতু নির্মানের দাবি ধোবাউড়ায় ঘুষের প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার হুমকি ধোবাউড়ায় গাঁজাসহ যুবক আটক ধোবাউড়ায় বিধিবহির্ভূত ভাবে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদানের অভিযোগ ধোবাউড়ায় খাবারে বিষ মিশিয়ে হাঁস মারার অভিযোগ ধোবাউড়ায় ঋণের চাপ সইতে না পেরে অন্তস্বত্বা গৃহবধুর আত্মহত্যা ময়মনসিংহে অসহায় মানুষর মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ ধোবাউড়ায় চাঞ্চল্যকর হনুফা হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার ধোবাউড়ায় মদ বিক্রি করায় ২ জনকে ৬ মাসের কারাদন্ড ধোবাউড়ায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস শুভ উদ্ভোধন ধোবাউড়ায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্ভোধন করেন সাংসদ জুয়েল আরেং SHARES Matched Content দেশের খবর বিষয়: জীবন যাপনধোবাউড়ায়প্রধানমন্ত্রীরবীর মুক্তিযোদ্ধারমানবেতরহস্তক্ষেপ কামনা