বাউফলে ১০ মন ইলিশের পোনা জব্দ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১ নিজস্ব প্রতিবেদক : বাউফলের কালাইয়া বন্দরের লঞ্চঘাট পন্টুন থেকে ১০মন ইলিশের পোনা (চাপিলা) জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালাইয়া নৌ-পুলিশের সহযোগীতায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. অহেদুজ্জামান অভিযান চালিয়ে ওই ইলিশের পোনা জব্দ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকায় নেয়ার উদ্দেশ্যে পাশের ভোলা জেলার লালমোহন এলাকার ইউসুফ নবী ও জামাল মেম্বরের মাছের ট্রলারযোগে ৯টি ঝুড়ি ভর্তি অর্ধ লক্ষাধিক টাকা মুল্যের ওই ইলিশের পোনা (চাপিলা) গুলো নিয়ে আসা হয়। প্রশাসনের লোকজনের উপস্থিতি টের পেয়ে ঝুড়িভর্তি মাছগুলো পন্টুনে ফেলে রেখে ট্রলার নিয়ে সটকে পড়েন সংশ্লিষ্টরা। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. অহেদুজ্জামান বলেন, মাছগুলো উপজেলা পরিষদ চত্বরে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হবে। এদিকে কালাইয়া বন্দর সহ উপজেলার প্রায় সকল হাট বাজারে প্রকাশ্যে জাটকা ইলিশ বিক্রির অভিযোগ রয়েছে। তেতুঁলিয়া নদীর একাধিক পয়েন্টে ভোলা ও বাউফলের অসাধু জেলেরা নিষিদ্ধ বেহুন্দি (বাঁধা) জাল দিয়ে সকল প্রকারের মাছের রেনু শিকার করছে। প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় এসব মাছের রেনু শিকার করে প্রকাশ্যে হাট বাজারে বিক্রি করা হলেও এ ব্যাপারে কোন প্রশাসনিক পদক্ষেপ নেয়া হচ্ছে না। Share this:FacebookX Related posts: বাউফলে মাস্ক কেনার হিড়িক বাউফলে যুবলীগ নেতার খুনিদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ বাউফলে যুবলীগ নেতা হত্যাকান্ডের অন্যতম আসামী সাইমুন গ্রেফতার বাউফলে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ বাউফলে খালের বাঁধ অপসরণ না করায় জনদুর্ভোগ চরমে জনস্বাস্থ্য হুমকীর মুখে বাউফলে ২ ভাইকে কুপিয়ে খুন বাউফলে পানিতে ডুবে ৩ বোনের মৃত্যু বাউফলে গার্ডার ব্রিজের নির্মাণ কাজ বন্ধ জনদুর্ভোগ চরমে বাউফলে যুবলীগ নেতাকে হাতুড়ি পেটা বাউফলে চড়া দামে সীম কার্ড বিক্রির অভিযোগ বাউফলে ছাত্রলীগের পৃথক পৃথক প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাউফলে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত SHARES Matched Content দেশের খবর বিষয়: ১০ মনইলিশেরপোনা জব্দবাউফলে