বাউফলে গার্ডার ব্রিজের নির্মাণ কাজ বন্ধ জনদুর্ভোগ চরমে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২০ নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর বাউফল-নওমালা সড়কের ভিডিসি বাজার সংলগ্ন খালের উপর একটি গার্ডার ব্রিজের নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এর ফলে সাধারন মানুষ সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। মেসার্স সম্পা কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান প্রকল্পটির নির্মাণকাজ করছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অর্থায়নে ওই সড়কের ভিডিসি বাজার সংলগ্ন খালের উপর ২ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ২৫ মিটার দৈর্ঘ্য, ৭ পয়েন্ট ৩ মিটার প্রস্থ এবং ৪মিটার উচ্চতা সম্পন্ন গার্ডার ব্রিজ নির্মাণের জন্য গত বছর অক্টোবর মাসে দরপত্র আহবান করা হয়। কার্যাদেশ পাওয়ার তিন মাসের মধ্যে ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও তা হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান চলতি বছর জানুয়ারি মাস থেকে ব্রিজটির নির্মাণ শুরু করেন। ব্রিজটির ৬০ ভাগ কাজ শেষ হলেও মে মাস থেকে ব্রিজটির নির্মাণ কাজ বন্ধ রয়েছে। বিকল্প পথে যাতায়াতের জন্য ওই নির্মাণাধীন ব্রিজের পশ্চিম পাশে একটি কাঠের সেতু নির্মাণ করে দেয়া হলেও বর্তমানে সেটি বেহাল অবস্থায় পরিণত হয়েছে। অস্থায়ী কাঠের সেতুটি দেবে পানির নীচে ডুবে গেছে। এছাড়াও কাঠের সেতুটির দুই পাশের সংযোগ সড়ক খানাখন্দে পরিণত হয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ পটুয়াখালী জেলা শহরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন। এবিষয়টি জানতে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এনায়েত হোসেনের মুঠোফোন নাম্বারে কল দেয়া হলে তিনি ফোন রিসিভ করে সাংবাদিক পরিচয় পাওয়ার পর লাইন কেটে দেন। এরপর আর ফোন রিসিভ করেননি। এলজিইডির বাউফল উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন দুর্নীতির কারণে বরখাস্ত হওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এব্যাপারে বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, দ্রুততম সময়ের মধ্যেই বিকল্প কাঠের সেতুটি মেরামত করে জনসাধারনের সমস্যা সমাধান করা হবে। Share this:FacebookX Related posts: বাউফলে মাস্ক কেনার হিড়িক বাউফলে যুবলীগ নেতার খুনিদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ বাউফলে যুবলীগ নেতা হত্যাকান্ডের অন্যতম আসামী সাইমুন গ্রেফতার বাউফলে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ বাউফলে খালের বাঁধ অপসরণ না করায় জনদুর্ভোগ চরমে জনস্বাস্থ্য হুমকীর মুখে বাউফলে ২ ভাইকে কুপিয়ে খুন বাউফলে পানিতে ডুবে ৩ বোনের মৃত্যু বাউফলে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার বাউফলে ছাত্রলীগের পৃথক পৃথক প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাউফলে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত বাউফলে ছয়টি মেছো বাঘের শাবক উদ্ধার বাউফলে ১০ মন ইলিশের পোনা জব্দ SHARES Matched Content দেশের খবর বিষয়: গার্ডার ব্রিজেরজনদুর্ভোগ চরমেনির্মাণ কাজ বন্ধবাউফলে