বাউফলে যুবলীগ নেতার খুনিদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, মে ২৭, ২০২০ অনলাইন ডেস্ক ; পটুয়াখালীর বাউফল উপজেলা যুবলীগের সদস্য নিহত তাপস দাসের খুনিদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামীলীগ। বুধবার বিকাল ৫টায় উপজেলার কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এ বিক্ষোভ করেন। বিক্ষোভ মিছিলটি কালাইয়া বন্দরের বড়পুকুর পূর্ব পাড় থেকে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে বন্দরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসারেফ হোসেন খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ফয়সাল আহম্মেদ মনির হোসেন মোল্লা, জেলা পরিষদের সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রসিদ খান প্রমুখ। বক্তারা তাপস হত্যা মামলার প্রধান আসামী মেয়র জুয়েলসহ সকলকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করার দাবী জানান। অন্যথায় উপজেলা জুড়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে। প্রসঙ্গত ২৪ মে দুপুরের দিকে তোরণ নির্মাণকে কেন্দ্র করে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসম ফিরোজ সমর্থিত নেতা কর্মীদের সঙ্গে বাউফল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আসম ফিরোজ সমর্থিত যুবলীগ কর্মী তাপস আহত হয়। তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসারত অবস্থায় ওই দিনই রাত সাড়ে সাতটায় তাপসের মৃত্যু হয়। Share this:FacebookX Related posts: বাউফলে মাস্ক কেনার হিড়িক বাউফলে হাট বাজারের কাঙ্খিত রাজস্ব আদায় নিয়ে শঙ্কা বাউফলে নিম্মমানের ইট দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ বাউফলে খালের বাঁধ অপসরণ না করায় জনদুর্ভোগ চরমে জনস্বাস্থ্য হুমকীর মুখে বাউফলে সরকারী জমি দখল করে নির্মাণ করা হচ্ছে ভবন বাউফলে ২ ভাইকে কুপিয়ে খুন বাউফলে ঝুঁকিপূর্ণ সেতু এখন মরণফাঁদ বাউফলে গার্ডার ব্রিজের নির্মাণ কাজ বন্ধ জনদুর্ভোগ চরমে বাউফলে ছাত্রলীগের পৃথক পৃথক প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাউফলে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত বাউফলে ছয়টি মেছো বাঘের শাবক উদ্ধার বাউফলে ১০ মন ইলিশের পোনা জব্দ SHARES Matched Content দেশের খবর বিষয়: গ্রেফতারের দাবীতেবাউফলেবিক্ষোভযুবলীগ নেতার খুনিদের