সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে তিনি মোটর সাইকেল যোগে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি অবৈধ ট্রলি তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। প্রভাষক সরোয়ারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ঘাতক ওই ট্রলি আটকের জন্য অভিযান চলছে।
এদিকে দীর্ঘদিন থেকে বাউফলে অনুমোদন ছাড়াই বেপরোয়া গতিতে ট্রলি চলছে। এই ট্রলিতে বালু, ইটসহ বিভিন্ন মালামাল পরিবহন করা হচ্ছে। দানব আকৃতির এই যানবাহন একের পর এক কেড়ে নিচ্ছে সাধারণ মানুষের জীবন। এছাড়াও এই ট্রলি চলাচল করায় খুব কম সময়ের মধ্যেই নবনির্মিত সড়কে খানাখন্দের সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন থেকে এলাকাবাসী এসব অবৈধ ট্রলি বন্ধের দাবী করছেন। কিন্তু প্রশাসনিক কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না।