ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়ায় ১৫ আগষ্ট উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ২০২০ পালিত হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্থবক অর্পনের মাধ্যমে শুরু হয়।
বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় এমপি মি. জুয়েল আরেং, আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান, অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেবিট রানা চিসিম, ভাইস চেয়ারম্যান আবুল ফজল, ভাইস চেয়ারম্যান(মহিলা) সেলিনা খাতুন সহ উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগন, মুক্তিযোদ্ধাবৃন্ধ, প্রশাসনের কর্মকর্তা/কর্মচারী এবং উপজেলার সর্বংস্তরের জনগন এতে অংশগ্রহন করেন।
পরে কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ সকল শহীদদের আত্বার মাগফেরাত কামনা করেন। পরবর্তিতে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।