ধোবাউড়ায় পূর্ব শত্রুতার জেরে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধের অভিযোগ

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০

ধোবাউড়া প্রতিনিধি ; ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের ছনাটিয়া গ্রামের চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ছনাটিয়া গ্রামের এ রাস্তাটি পূর্ব-শত্রুতার জেরে বন্ধ করে দেওয়া হয়।

এ রাস্তা দিয়ে ষোল’টি পরিবারসহ এলাকার প্রায় দেড়শতাদিক মানুষ ও স্কুল মাদ্রাসার ছাত্র-ছাত্রী চলাচল করে। স্থানীয় সূত্রে জানা যায়, ছনাটিয়া গ্রামের মৃত রাজেন্দ্র চন্দ্রের ছেলে সুধন চন্দ্র সরকারগংদের সাথে একই গ্রামের অনুকুল চন্দ্র সরকার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমিজমাসহ নানা বিষয়ে বিরোধ ছিল।

তারই জের ধরে, গত মঙ্গলবার সুদন চন্দ্র সরকার তার বাড়ির পাশের রাস্তাটি বাশেঁর বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এতে আশপাশের ষোল’টি পরিবারসহ এলাকার জনসাধারণের চলাচলের বিঘœ সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে সুধন সরকারের কাছে জানতে চাইলে সে বলে আগে রাস্তা দিছি এখন রাস্তা দিবো না। এনিয়ে গোয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম টুটনকে এলাকাবাসী বিষয়টি অবহিত করলে তিনি দ্রুত রাস্তা উন্মুক্ত করে দিবেন বলে জানান।