গৌরীপুরে করোনা আক্রান্তরা সবাই সুস্থ

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০

কমল সরকার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় করোনা আক্রান্ত সবাই সুস্থ হয়ে উঠেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রবিউল ইসলাম রবিবার (৫জুলাই) এ তথ্য জানান।

তিনি জানান, রবিবার (৫জুলাই) পর্যন্ত গৌরীপুর উপজেলায় কোভিড-১৯ এর নমুনা সংগ্রহ করা হয়েছে মোট ৩৮২টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫১টি। এর মধ্যে কোভিড-১৯ পজিটিভ হয়েছিল ১৪ জন রোগি। তাঁরা সকলেই হোম আইসোলেশনে ছিলেন।

হোম আইসোলেশনে থেকে সঠিক পরিচর্যা ও ওষুধ সেবনে তারা সকলেই হোম আইসোলেশন থেকেই কোভিড-১৯ মুক্ত হয়েছেন। কাউকে হাসপাতালে আইসোলেশানে যেতে হয়নি বা কোন জটিলতার সৃষ্টি হয়নি। তাই বর্তমানে গৌরীপুরে কোন কোভিড-১৯ আক্রান্ত রোগী নেই।