গৌরীপুরে অসহায়দের পাশে থানার অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিন

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

কমল সরকার,গৌরীপুর : বিশ্ব মহামারী করোনা সংকট মোকাবেলায় বাংলাদেশের নি¤œ আয়ের বিভিন্ন পেশাজীবী মানুষ যখন গৃহবন্ধী হয়ে চরম খাদ্য সংকটে রয়েছে। তাদেরকে এতটুকু সহায়তা দিতে মাঠে নেমেছেন ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন খান।

তিনি (১৫ এপ্রিল) বুধবার সকালে ব্যাক্তি উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে গৌরীপুর পৌরশহরে ৪০ জন অসহায়কে খাদ্য সহায়তা দিয়েছেন। খাদ্য সহায়তার মাঝে ছিলো ৫ কেজি চাল’ ১কেজি ডাল ও ১কেজি পেঁয়াজ।

এর আগে তিনি (২৬ মার্চ) থানা অভ্যন্তরে’পৌর শহরের পূর্ব দাপুনিয়া ও কালিপুর দৈনিক বাজার মোড়ে বিধবা’ দিনমজুরসহ ৫০ জন অসহায়দের মাঝে চাউল’ তৈল’ ডাল’ পেঁয়াজ ও মরিচ বিতরণ করেছেন।

সহায়তা দান কালে ওই পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের জানান আমার যতটুকু সামর্থ্য ততটুকু সহায়তা করছি। তিনি বলেন করোনা এখন বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। এখন বাংলাদেশের নি¤œ আয়ের গৃহবন্দী সাধারণ মানুষ সবচেয়ে বেশি কষ্টে আছে। এই দুর্যোগপূর্ণ সময়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সামর্থবান সকলের কর্তব্য।