গৌরীপুরে ৫ শতাধিক হতদরিদ্র ও শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তার উদ্বোধন

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০

কমল সরকার,গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা রাইস মিল মালিক সমিতির সার্বিক সহযোগীতায় ৫ শতাধিক হতদরিদ্র ও শ্রমিককে খাদ্য সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গনে সোমবার (১৩ এপ্রিল) এ কর্মসুচীর উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহম্মেদ।

এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজতি ধর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিন খান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা, রাইস মিল মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আলী আকবর আনিছ, মিল মালিক শ্যামল বসাক প্রমুখ।

জানা গেছে চলমান করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া মটর শ্রমিক,যাত্রা শিল্পী,চাতাল শ্রমিক, ধাণ্য গদি শ্রমিকসহ অনেক বিভিণœ পেশাজীবি শ্রমিক খাদ্য কষ্টে রয়েছে। তাদের সাহায্যে এগিয়ে আসে রাইসমিল মালিক সমিতি। এই সমিতি স্থানীয় প্রশাসনের কাছ থেকে তালিকা সংগ্রহ ও সমন্বয় করে ৫ শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করেছে।